শনিবার, ১৮ মে, ২০২৪
ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
The Daily Post

কিশোরগঞ্জে প্রতারক গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে প্রতারক গ্রেপ্তার

কিশোরগঞ্জের ইটনায় পুলিশের চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক মো. আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের নীলগঞ্জ এলাকা থেকে প্রতারক মামুনকে গোয়েন্দা পুলিশ ডিবি ও ইটনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। 

এর আগে জেলার ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের  চরপাড়া গ্রামের মো. আব্দুল কাদিরের অনার্স পড়ুয়া ছেলে মো. কাউসার মিয়া (২১) তাদের এলাকার প্রতিবেশী মৃত আলীর ছেলে মো. আব্দুল্লাহ আল মামুনের (৫৫) বিরুদ্ধে ইটনা থানায় একটি লিখিত অভিযোগ করেন। 

অভিযোগ সূত্রে জানা যায়, পুলিশে চাকরি দেয়ার কথা বলে গত বছরের ১৫ জানুয়ারি অভিযুক্ত মো. আব্দুল্লাহ্ আল মামুন ভুক্তভোগী কাউসার মিয়াকে চার লাখ ৫০ হাজার টাকার বিনিময়ে পুলিশের চাকরি পাইয়ে দেয়ার গ্যারান্টি দেয়। মো. কাউসার মিয়া অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুনের কথায় বিশ্বাস করে তার পরিবারের লোকজনকে রাজি করিয়ে জমি বন্ধক, গরু বিক্রি ও ঋণ করে প্রথম ধাপে দুই লাখ ৫০ হাজার টাকা গত বছরের ২৫ জানুয়ারি অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুনের বাড়িতে গিয়ে তার কাছে হস্তান্তর করে। 

পরবর্তীতে বিভিন্ন সময়ে আরও দুই লাখ টাকা, সর্বমোট চার লাখ ৫০ হাজার টাকা ভুক্তভোগী অভিযুক্তকে দেয়। পরবর্তীতে যথানিয়মে চাকরির পরীক্ষার পর চাকরি না হওয়ায় ভুক্তভোগী টাকা ফেরত চাইলে অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুন ২-৩ দিনের মধ্যে টাকা ফেরতের আশ্বাস দেয়। 

এরপর ভুক্তভোগী মো. কাউসার  একাধিকবার যোগাযোগ করে টাকা ফেরত পেতে ব্যর্থ হয়। কিছুদিন পর এলাকার স্থানীয় সালিশের মাধ্যমে ১৫ দিনের মধ্যে টাকা ফেরত দেয়ার কথা থাকলেও অভিযুক্ত মামুন টাকা ফেরত দেয়নি।

এ মাসের গত ১৫ জানুয়ারি রাতে ভুক্তভোগী কাউসার অভিযুক্ত মামুনের বাড়িতে গিয়ে টাকা ফেরত চাওয়ায় অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুন টাকা নেয়ার কথা অস্বীকার করে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে ও ভবিষ্যতে টাকা চাইলে হাত-পা ভেঙে দেয়ার প্রকাশ্য হুমকি দেয়। 

এ সময়  ভুক্তভোগী প্রতিবাদ করায় অভিযুক্ত মামুন তাকে মারতে উদ্যত হলে স্থানীয় লোকজন এগিয়ে এসে ভুক্তভোগী কাউসারকে তাদের বাড়িতে পাঠিয়ে দেয়। পরবর্তীতে মো. কাউসার মিয়ার লিখিত অভিযোগের ভিত্তিতে ইটনা থানায় মামলা করা হয়। 

এ ঘটনায় গত বৃহস্পতিবার বিকেলে জেলা সদরের নীলগঞ্জ এলাকা থেকে জেলা গোয়েন্দা পুলিশ ও ইটনা থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে অভিযুক্ত মো. আব্দুল্লাহ আল মামুনকে (৫৫) গ্রেপ্তার করে। 

গ্রেপ্তার আব্দুল্লাহ আল মামুন (৫৫) ইটনা উপজেলার ধনপুর ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত আলীর ছেলে। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ আবুল বাসার ও ইটনা থানার অফিসার ইনর্চাজ জাকির রাব্বানি জানান, পুলিশে চাকরি দেয়ার কথা বলে টাকা হাতিয়ে নেয়া প্রতারক অভিযুক্ত আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করে তার কাছ থেকে নগদ ৭০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার তাকে আদালতে তোলা হলে আদালত জেলহাজতে প্রেরণ করে।

টিএইচ